কংশ মামা বধের হেতু,
এলে ধরা ধামে।
দৈবকীর ওই গর্ভ হতে,
এসেছিলে নেমে।


এসেছিলে ধরার বুকে,
ধর্ম প্রতিষ্ঠার তরে।
তাইতো আজ পূজা পাও,
প্রতি ঘরে ঘরে।


তোমার আবির্ভাবে বুঝি
শান্ত হলো ধরা।
তুমি গোপাল তুমি কৃষ্ণ
তুমিই ননী চোরা।


বধ করলে বকাসুর আর
তাড়কা রাক্ষসী।
কালিয় দমন করলে তুমি
নাগের উপর বসি।


বাজিয়ে বাঁশি গোচারণে
সখাদের সাথে যাও।
বাঁশির সুরে যমুনা তটে
রাধার দেখা পাও।


রাধার সনে কদম তলায়
মনের কথা কও।
কৃষ্ণ প্রেমে পাগলিনী রাই
কলঙ্কিনী তাও।


বাজলে তোমার মোহন বাঁশি
রাধা যাবেই যমুনায়।
জল আনিবার ছল করে সে
কলসী কাঁখে ধায়।


বিরহিণী তাই রাই কিশোরী
মন থাকেনা ঘরে।
রাধা কৃষ্ণের প্রেম কাহিনী
সারা পৃথিবী জুড়ে।


জন্ম দিনে জানাই তোমায়
প্রণাম শত শত।
পূরণ করো সবার মনের
অভিলাষ আছে যত।