দশ মাস দশ দিন করেছো গর্ভে ধারণ,
কত কষ্ট তুমি হাসি মুখে করেছো বরণ।
অকাতরে সব ব্যথা ভুলেছো সকলি,
প্রথম তুমিই মাগো কোলে নিলে তুলি।


আপনার যত সুখ সব দিলে বিসর্জন,
পৃথিবীতে আর কেহ নাই মায়ের মতন।
করেছো সব গৃহ কাজ আমারে রাখিয়া,
করেছো আদর কত কোলেতে তুলিয়া।


দাওনি কাঁদিতে তুমি রেখেছো হৃদয়ে,
দিয়েছো সান্ত্বনা মোরে বক্ষসুধা দিয়ে।
আমার কণ্ঠে ভাষা দান করলে আপনি,
শুনিয়া সে কণ্ঠ মোরে বক্ষে নিলে টানি।


তোমার হাত ধরে মাগো শিখেছি চলিতে,
আজ কোনো বাধা নাই সেকথা বলিতে।
জানো মাগো শিশুকাল হয়ে যাবে শেষ,
তবুও করেছো মোরে তুমি যত্ন অশেষ।


কোথাও দাওনি যেতে ক্ষণকাল তরে,
রেখেছিলে অতি যত্নে আপনার ঘরে।
দিবারাত্রি মাগো তুমি কাছেতে রাখিয়া,
তোমার যত শিক্ষা সব দিয়েছো সঁপিয়া।


কোনদিন কারো কাছে বাড়াওনি হাত,
ভেবেছো আমার সুখ শুধু দিন রাত।
কবে গো আসবে ফিরে আবার সেদিন,
তব কোলে রেখে মাথা রবো সারাদিন।