দুর আকাশের বন্ধু আমি
আকাশই আমার ঘর।
আকাশেতেই ভেসে বেড়াই
সারা জীবন ভর।


নানা রঙে নিজেকে রাঙাই
নীল আকাশের মাঝে।
কখনো আমি আকাশ ঢাকি
আমার ধূসর সাজে।


আলো ছায়ার খেলায় মেতে
বর্ষা আনি ডেকে।
অঝোর ধারায় সারাটি দিন
ঝরি আকাশ থেকে।


আমার মনেও প্রেম আছে
আছে অনেক আশা।
সাবার তরে হৃদয় মাঝে
আছে ভালোবাসা।


ইচ্ছে হলেই যাই যে উড়ে
মন যেতে চায় যেথা।
প্রাণের সখি আছে আমার
কখনো যাই সেথা।


এবার দেবো আমি আমার
আসল পরিচয়।
আমি হলাম আকাশের মেঘ
জানিও নিশ্চয়।