আকাশের মাঝে
মেঘগুলো দেখ
চলছে কেমন ভেসে।
কখনোবা সাদা
কখনোবা কালো
ঢেকে দেয় তারা এসে।


কখনো দেখেছি
ছুটে চলে যেতে
দুর্বার গতি ধরে।
কখনোবা কাঁদে
অঝোর ধারায়
বর্ষাকে সাথে করে।


কখনো আবার
নেয় যে বিদায়
রক্তিম হাসি হেসে।
কত শত রুপ
আছে যে মেঘের
দেখি তারে নানা বেশে।


নদীর জলের
ছায়াতে দেখেছি
অপরুপ তার শোভা।
রামধণূর ওই
সাত রঙে সেজে
দেখি তারে মনলোভা।