মেঘে ভরা আকাশটা দেখে সেদিন তুমি


বলেছিলে, এখুনি বৃষ্টি নামবে। 


আজও আকাশ কালো মেঘে ঢাকা,


বৃষ্টি এলো ঝমঝমিয়ে, 


রাস্তায় জমলো এক হাঁটু জল।


নদীর দুকুল ভরে গেছে বৃষ্টির জলে।


এইতো সেদিন তুমি বললে, 


গাছেদেরও নাকি প্রান আছে।


বাড়ীর সামনের ফাঁকা মাঠে অল্প অল্প 


ঘাস ছিল কিন্ত বৃষ্টির জল পেয়ে 


ঘাসেরা অনেক বেড়ে গেছে, 


আজ সেখানে ঘাসের ঘন জঙ্গল।


একদিন তুমি আমায় পাহাড়ের গল্প 


শুনিয়েছিলে, বলেছিলে পাহাড়ের গা বেয়ে


নাকি ঝর্ণা নেমে আসে নিচে। কি সুন্দর তার


রূপ, দেখে চোখ ফেরানো যায়না, 


আজ নিজের চোখে অবলোকন করলাম 


তার অপরূপ রূপের মহিমা।


সেদিন নদীর পাড়ে দাঁড়িয়ে বলেছিলে,


সাঁঝের আকাশের চাঁদটা কি সুন্দর !


গোধুলীর ম্লান আলোকে তাকিয়ে ছিলাম


তোমার মুখপানে। 


দিনার শেষে পাখিরা ফিরছে ঘরে,


ডানা ঝাপটিয়ে উড়ে চলেছে কোন সুদুরে।