ফুলেরা আমার প্রাণের মিতালি,
তারারা আমার সব।
প্রাণ খুলে হাসি, শুনতে পেলেই
পাখিদের কলরব।


ফুলেদের প্রাণে নেই জটিলতা,
তারা নিষ্পাপ সুন্দর।
তবুও তাদের নেই কোনো ভাষা
নয়কো স্বার্থপর।


মানুষেরা আজ খুবই নির্দয়
রাখেনা কথার মুল্য।
প্রকৃত হৃদয় পাবেনাকো খুঁজে
ফুলেদের সমতুল্য।


মনে হয় যেন রাতের তারারা
ভালবেসে চেয়ে রয়।
হৃদয়ের মাঝে জমানো বেদনা
কানে কানে এসে কয়।


তাইতো রয়েছি জেগে সারারাত
ওই তারাদের সাথে।
হৃদয়ে জমানো যত গল্প কবিতা
বলি প্রতিদিন রাতে।