সকাল হতেই মেঘের ফাঁকে
সূর্য দিল উঁকি।
বোনের হাতে পরবো রাখি
দেবনা আজ ফাঁকি।


ভাই বোনের সম্পর্ক যেন
রক্ত নাড়ির টান।
বোনের হাতের রাখি পরে
খুশিতে ভরে প্রাণ।


যুগে যুগে ভাইয়ের হাতে
বোনেরা দেয় রাখি।
ভাইয়েরাও আশিষ দিতে
দেয়না কভু ফাঁকি।


ছোট বেলার দুষ্টুমি আর
ফেলে আসা স্মৃতি।
হৃদয় মাঝে জাগিয়ে তোলে
ভাই বোনের এই প্রীতি।


কপালে দেবে চুয়া চন্দন
পুষ্প রাশি রাশি।
পরিয়ে রাখি বলবে ভাই
অনেক ভালোবাসি।


আশির্বাদের হাতটা রেখে
বলবে থাকিস সুখে।
ভাইও সেদিন শপথ নেয়
থাকবে সুখে দু:খে।