আকাশ জুড়ে নানা মেঘের
নেই তো খেলার শেষ।
সূর্য্য কে আর পাইনি খুঁজে
হয়েছে নিরুদ্দেশ।


খেলা শেষে মেঘ গুলো সব
ফিরলো নিজের ঘরে।
নীল আকাশে হাসছে সূর্য্য
দেখো হৃদয় ভরে।


আকাশ আবার রঙিন হলো
সূর্য্য ডোবার শেষে।
সাঁঝ আকাশে চাঁদ উঠবে
খিলখিলিয়ে হেসে।


বিদায় নেবে দিনের আলো
থাকবে জোৎস্নালোক।
মিটি মিটি তারারা জ্বলবে
জুড়িয়ে যাবে চোখ।


আঁধার রাতে গাছের শাখে
জোনাকির ওই আলো।
সবাই মিলে ঘুচিয়ে দেবে
রাতের সকল কালো।