শেষ বিকেলে শান্ত আকাশ
ক্লান্ত নদীর চর।
সাঁঝ বেলাতে ফিরছে সবাই
আপন আপন ঘর।


আকাশ জুড়ে উড়ছে দেখ
সাদা কালো মেঘ।
দখিনা বাতাস পেল ফিরে
আপন গতি বেগ।


পরিযায়ী পাখিরাও এবার
ফিরবে নিজের দেশে।
ডানার উপর ভর করে তাই
আকাশে আছে ভেসে।


নদীর চরে শেষ বেলাতেও
খুঁটছে দেখ বক।
পায়রা গুলো বাসায় ফিরে
করছে বকম বক।


শালিকরাও ফিরছে ঘরে
কিচির মিচির সুরে।
সাঁঝ বেলাতে বাদুড় গুলো
ঝুলছে গাছের পরে।


সাঁঝের পাখি উঠলো ডাকি
চাঁদের আগমনে।
সাঁঝ বেলার এই মধুর ছবি
দিচ্ছে দোলা প্রাণে।