দেখো চেয়ে ওই আকাশের পানে,
দুর প্রান্তে তার নীল সীমানা।
ওই দুরে দিগন্ত রেখায় দেখা যায়
লালচে আভার দাগ যেন টানা।
খুঁজে নিতে হবে দিনের শেষে সেই
হারিয়ে যাওয়া ক্ষণিকের স্মৃতি।
শেষ কবে দেখেছিলাম আজ আর
পড়েনা কিছু মনে।
আজ যেন সবই বিস্মৃতি।
আজ সবই গেছি ভুলে
স্মৃতির অন্তরালে,
কিছুই আর রাখিনি এই মনে।
তবুও কোনো জনশূন্য দুপুরের শেষে,
গোধূলি বেলায় মনে পড়ে ক্ষণে ক্ষণে।
সাঁঝের আকাশ জুড়ে জ্বেলেছিলে
আগুনের শিখা।
সে আগুনে পুড়ে ছাই হয়ে মিশে গেছে
সব ওই দিগন্তের প্রান্তে।
আজও তাই রয়ে গেছে সে আগুন
ছাই দিয়ে ঢাকা।