অফিস তো শেষ হলো, সাথে শেষ হলো একটি দিন;
—জীবনের একদিন, বহু মূল্যবান।
এ দিন উৎপাদনে লাগেনি। সৃষ্টিহীন; জগতের মঙ্গলে লাগেনি।
কে কি ক্রয় করেছেন, পদ্ধতি সঠিক কি না, কে কত বেতন পাবে,
কার কী খরচ ছিল, পরিশোধ কত হবে...
এসব কাজের জন্য আমিও বেতনভোগী; হিসাবগ্রস্ত শুধু একটি জীবন।
তারপর বহুদিন এক এক করে চলে যাবে।
তারপর কেটে যাবে জীবনের প্রায় সব দিন।
আমাদের বাড়ি হবে,
আমাদের গাড়ি হবে,
বিদেশ ভ্রমণ হবে...


অনাসৃষ্টির এই খেলায় পেরিয়ে যাই
অন্ধত্বের ছাইরঙা অফিসের দিন ও জীবন।