যেতে খুব বেশি দেরি হয়ে গেল; অকারণ থেকে লাভ কী আর।
আমার মৃত্যু-স্মারক রেখো না; একটি বীজের কী চিৎকার
দিগদিগন্ত ছেয়ে গেছে! চায় আকাশ বাতাস জল মাটি...
কীট-পাখিদের আগামী আবাস, বীজটিকে ছেড়ো জায়গাটি।


নাকের বদলে নরুন পেয়েছি, বাড়িয়ে চলেছি দূষণ ভার।