মৃত নও, শ্রদ্ধাস্পদেষু নও, একান্ত প্রেমিকা;
যার বুকে খেলা করি,
অচেতনে প্রবাহিত হই।
আমার পূর্বজ এই ভাষা ও শরীর গ্রন্থ জগতে প্রকাশ করে গেছে।
আমার শরীরে এই ভাষার মঙ্গল ধ্বনি; বর্ণে বর্ণে কাব্যঘর;
রক্তের কণিকা-বীজে বহমান আবহসঙ্গীত...
এখনও বিক্রমে বুকে ধরে আছি অনমনীয়তা।
এখনও রূপালি জলে মেছোগন্ধ ঘুরে ফেরে,
বাতাস সে গন্ধসূত্র পৌঁছে দেয় জেলেদের কানে।
আমার বুকের সুপ্ত প্রকম্পনে স্বপ্নময় শালুক ফুলের আহবান;
শরৎ মেঘের মতো নির্ভার কিশলয়,
কচি ধান-চারা।
সানন্দে মিঠেল রোদ আমার কপাল ছুঁয়ে বলে যায়— দীর্ঘজীবী হও


আমার জীবন-ঘরে এইসব যোগসূত্র
বিরল সৌন্দর্যময় প্রবাহমানতা