( **আজ থেকে অন্তত ৪ মাসের বিশ্রাম। কারন : বিবিধ।**)
          স্বপ্নের মতো কেটে গেলো ১৪/০৩/২০১৩ থেকে ১৫/০৭/২০১৩। পেলাম বন্ধুদের প্রাণের উষ্ণতা। ঋদ্ধ হলাম। যদি সামান্যতমও আঘাত কেউ পেয়ে থাকেন, সে দায় আমার। ক্ষমা পাবো, এ বিশ্বাস আমার আছে। ১০০তম বা ৫০০তম আমার কাছে গুরুত্বহীন। ফুটবলে যেমন অসংখ্য নিস্ফল সুন্দর আক্রমন কেউ মনে রাখে না; মনে রাখে গোল; লক্ষ্যে পৌঁছোতে পারা। এতোদিনের মাত্র একটি কবিতাও যদি লক্ষ্য ছুঁতে পেরে থাকে তবেই এই প্রচেষ্টা সার্থক। এই পর্বের শেষ ''অনুপ্রাস ছড়া -ম''-এ মিষ্টিমুখ করিয়েছি। আজ  প্রথম পর্বের শেষ দিনে আগত সব কবি-পাঠক-বন্ধুদের জন্য একটি ক'রে হজমি!


**************************************


কেউ কারো মতো নয়; কাঙ্খিত'ও নয়।
আহার-পানীয়-শিক্ষা, সহনশীলতা
পরিবার গুনে কিছু হেরফের হয়।
মন কারো ঝকঝকে, কারো আবিলতা;
কারো নাক বেশি উঁচু, কারো নাক ভোঁতা।
কেউ মহাজ্ঞানী, কেউ অতিরিক্ত বোকা।
কারো কন্ঠ বায়সের, কেউ যেন তোতা;
মতামতে মৃদু কেউ, কারো কাজ ঠোকা।


কবিতার এ আসরে কবিতার পোকা
রয়েছে অনেক, তবু মনে রাখা ভালো
-কেউ অধমর্ণ নয়, কিংবা কচি খোকা;
যে যার মতন ক'রে জ্বেলে যায় আলো।


মতামতে স্বাধীনতা বড় প্রয়োজন।
অতি দর্পে রুষ্ট হলে সমূহ মরণ!