আমার হাতে কাগজ-কলম, তোমার পায়ে বল।
আমরা দু'জন কাব্য লিখি; এইটুকু সম্বল
মনের কোণে! তোমার লেখায় অবিশ্বাসের জাদু।
তুমি মাঠে আঁকছ ছবি সুনিপুণ বাহাদুর!
আমার লেখা কে আর বোঝে, ক'জন বাংলা জানে?
তোমার লেখা বিশ্বভাষায়, যেমন পাখির গানে
ফুল ফোটে এই মর্তলোকে, যেমন চিত্রকর
তুলির টানে বেবাক লোকের প্রাণ করে উর্বর,
তেমন ভাষা তোমার পায়ে, কীর্তি তোমার এই-
অনন্তকাল অমর হয়ে উজ্জ্বল থাকবেই।
তোমার লেখা চিত্রনাট্যে এমন সারাৎসার,
তুমিই পেলে বিশ্বে প্রথম ফুটবলে অস্কার।
তোমার লেখা কাব্যে জগত হয়েছে উদ্বেল;
তোমার হাতে তাই উঠেছে ফুটবলের নোবেল!
না-হয় তুমি দূরের তারা, হলেই বা ভিনদেশী,
তোমার গুণমুগ্ধ আমি, সবার তুমি মেসি।
শিল্পী তুমি, তুমিই কবি, শ্রেষ্ঠ ম্যাজিকম্যান।
থাকবে বেঁচে তোমার লেখা অনন্য আখ্যান।