সব শব্দে প্রশংসা হোক, সঙ্গে থাকুক অযুত ভাঁড়।
বর্ণ-ধ্বনির অন্তরে থাক সুখ্যাতি— বাহ্! চমৎকার!
আমার মনের গভীর দেশে থাকেই যদি ক্লেদ-সমল,
খুঁড়তে মানা; বাইরে দ্যাখো যায় বয়ে যায় গঙ্গাজল।
স্তোত্র পাঠে এ তল্লাটে হও সকলে নম্র-শির।
পালটা পাবে সমান সমান; সূত্রে আছে বিজ্ঞানীর।
বন্ধুভাবাপন্ন হবে শুনবে কথা যতক্ষণ।
নইলে দোষের পাহাড় তুমি, তৎক্ষণাৎই বিসর্জন!
দিগ্বিদিকে চলছে ছুটে দীন-মননের ভেড়ার পাল।
আজ আমাদের জগত জুড়ে প্রাপ্তি শুধুই ভার্চুয়াল।
হোক যা খুশি সত্যাসত্য, চাঙ্গা গুণকীর্তনেই।
বিরুদ্ধতা সহ্য করে এমন কোনো তীর্থ নেই।


চাওয়া ভালো, কিন্তু হলে আজীবনের দৃষ্টিহীন
ভুল হয়ে যায়; মিথ্যা মায়ায় দৌড়ে বেড়ায় অর্বাচীন।