কর্মব্যস্ত জীবনটা আচমকাই থমকে দা৺ড়াল
ষাট পেরনো একাকিত্বের দিন শুরু হল ।
জীবনের ছন্দে  কেটে যাওয়া দিনগুলো শুধুই স্মৃতি
কর্মচ্যূত ব্যস্ততাহীন চার দেওয়ালে গৃহবন্দী ।
সন্তান সংসার সব থেকেও যেন নেই
এ খবর রাখে  না কেউ ।
সন্তানেরা  নিউক্লিয়াস পরিবার নিয়ে দূর দেশে
যোগাযোগ দূরভাষে বা চলভাষে ।
বৈভব সত্ত্বেও নিরাপত্তাহীনতায়  অসহায়
ক্লান্ত হতাশায় খা৺খা৺  বড়িতে কাটে না সময় ।
প্রাতঃভ্রমণে মেলে কিছু সমব্যথী আর বুকভরা শ্বাস ,
বে৺চে থাকার একমাত্র সহায়-সম্বল-আশ্বাস ।