ভাবনার খোলা জানালা-পাশে
একা একা বসে ভাবি
কেমন করে পাব
তোমার আলত ছোঁয়া,
মিলিয়ে নিতে
সব চাওয়া-পাওয়া !
ভাবনার ভেলা ভাসিয়ে শেষে
মোহিত হয়ে সুখ আবেশে
ভেসে ভেসে দিনের শেষে
এলেম দেখ তোমার দেশে ।
কড়া নাড়ি মনের ঘরে
(তুমি) এখনও কি ঘুমঘরে?
জাগো, ওঠো, দেখো চেয়ে
যাব এবার তোমায় নিয়ে ।
জড়িয়ে নিয়ে তোমায় বুকে
বাঁধব যে ঘর মনের সুখে ।


           \০/
            / \