অঝোর ঝরা বৃষ্টি ধারায়
সময় আহ্লাদে গড়িয়ে যায় ,
শূন্য দৃষ্টি সম্বল ভাষাহীন মুখ
অভিমানে দমবন্ধ ঘরে ঘুরপাক খায় ।
গরাদের আড়ালে আটকে থাকা মনটা
চাঙ্গা হতে চেয়ে পিরিচ-পেয়ালায় ঠোঁট ডোবায় ।


তাই তো খামে ভরা তোমাকে নিয়ে
দাঁড়াই দক্ষিণের খোলা বারান্দায়,
হঠাৎই বৃষ্টি তাড়িত দমকা হাওয়ায়
তোমার তনু-মন নির্যাসের গন্ধে
বারান্দাটা ভরে ওঠে, আচ্ছন্ন আমি
অদৃশ্য তোমাকে নিয়ে খেলায় মাতি ।


কল্প জগতের ঘেরাটোপ ছিঁড়েএকবার
এসো না বাস্তবের খোমুখি দাঁড়াই ।
প্রেমের সেই মধুপুর পেরিয়ে চল না
ঘাটশিলার বিভূতি পরবাসে পা বাড়াই ।
সুবর্ণরেখার জলে স্নাত কোন এক উপলখণ্ডে
খোদিত হোক এক অমর প্রেমের শিলালিপি ।