বর্ষণ শেষ হলেও কিছু জলকণা
খেলা করছে মেঘেদের পাতা আঁচলে,
সবুজ ঘাসের উপর ঝরে পড়বে
হীরকদ্যুতি শিশির হয়ে ।


রাতের আঁধারে রাতজাগা পাখি
খুঁজে ফেরে প্রেয়সীর ঠোঁট
তাঁকে রাঙিয়ে দেবে বলে,
সার্থক হবে তার রাতজাগা ।


এসো শব্দ নিয়ে খেলা করি
কথায় কথায় রাত কেটে যাক,
তারপর দু'চোখ ভরে দেখি
নবোদিত সূর্যকে ।


আর না পাওয়ার কথা নয়
চল যাই সব পেয়েছির দেশে ।