যাকে নিয়ে নিত্য ঘর করি
সে তো প্রেম নয়, নিছক  উদ্বেগ ।
প্রেম তো মেহেমানের মতো
মুচকি হেসে ঢুকে পড়ে ঘরের ভিতরে
তারপর ঘর-বাড়িময় স্মৃতি চিহ্ন এঁকে
চকিতে উড়ে যায় ।


তারপর বিরামহীন -
আমি আর উদ্বেগ, উদ্বেগ আর আমি
এমনকি আমরা সবাই আর উস্বেগ
হাত ধরাধরি করে বাস করি
একই সংসারে,
প্রেম থাকে অনেক দূরে ।
দিন থেকে রাত, রাত থেকে দিন
কেমন যেন অবলীলায় কেটে যায়
উদ্বগকে নিত্য সঙ্গী করে ।