যে নদীতে ভাসালে তরী
ছিলেম তারই তীরে,
ভাসতে ভাসতে চলে গেলে
তাকাওনি আর ফিরে।
তরীর সাথে চলেছে দেখ
ঝা৺কে ঝা৺কে মীন,
ওদের মাঝে আমার সত্তা
হয়েছে বিলীন।
পালের হাওয়ায় উধাও তরী
দামাল নদীর বা৺কে,
পিছনে যে রইল পড়ে
মনে কে রাখে তাকে।
তবুও বলি নদীর তীরে
রয়েছে আমার ঘর,
দেখা তুমি দিতেই পার
মিললে অবসর।