তোমার মুখটা দেখেছিলাম
একটা ফুটন্ত গোলাপে ।
গোলাপটা ঝরে পড়তেই
হারিয়ে গেল সে মুখ ।


তোমার চোখ দু্‍'টো দেখেছিলাম
চঞ্চলা হরিণীর দু'চোখে ।
দুরন্ত হরিণী উধাও হতেই
হারিয়ে গেল সে দু'টো চোখ ।


তোমার মিষ্টি সুর
ঝরছিল ছোট্ট চন্দনার ঠো৺টে ।
পাখিটা উড়ে যেতেই
হারিয়ে গেল সে সুর ।


তোমার নাম রেখেছিলাম
একটা নদীর নামে ।
নদীটা পথ হারাতেই
হারিয়ে গেল সে নাম ।


কেন যে সব হারিয়ে যায় !