আকাশ থেকে আসমানী আর
সাগর থেকে নীল রং এনে
মনের রং-তুলিতে সাজালে আমাকে ।


তোমার রং চ্য়নের বাহার দেখে
মুগ্ধ প্রকৃতি বাড়িয়ে দিল দুহাত -
প্র্রজাপতির ডানা ঝরালো রঙিন আবির,
ফুলেরা ছড়িয়ে দিল রাামধনু রং ।


কালো ভ্রমর  দিল কাজল ।
মনের মাধুরী উজাড় করে
নতুন করে  সাজালে আমাকে
তোমার ভালোবাসার রং  মিশিয়ে  ।


ঘাসেরা বিছিয়ে দিল সবুজ গালিচা,
রজনীগন্ধা সাজালো ফুলবাসর ।
দুপায়ে ঝরণার নূপুর আর
দুহাতে বুনো লতার কাঁকন পরে
সম্পূর্ণা  আমি --


মিলন-পিয়াসী মনের  গহিনে
পাতবো নিশীথ বাসর শয্যা ।