সাঁঁকোটার এপারে দাঁড়িয়ে আমি
ওপারে তোমার হাতছানি ।
টালমাটাল আমি, সাঁকোর নীচে
যৌবনবতী খরস্রোতা তটিনী ।


সন্তর্পণে মাঝ সাঁকোতে পৌঁছে গেছি
তোমার নির্ভয় হাতটা ধরব বলে ।
হঠাৎ সাঁকোটা উঠলো দুলে, বেসামাল আমি;
আর্তনাদেও বাড়ালে না হাত পতন  নদী-জলে ।


দুরন্ত যৌবন নিয়ে যৌবনবতী নদীর সঙ্গে ভেসে
ব্যাভিচারী মন আটকে গেল অজানা এক পাড়ে ।
মাটিহীন কবরে দিন কাটাতে কাটাতে
জীবাশ্ম-মন ধন্য হল তোমার স্বপ্ন অভিসারে ।