এ পথে এসো না কেউ
এ এক অন্ধ চোরা গলি,
একবার ঢুকে পড়লে
বেরোবার পথ খুঁজে পাবে না ।


মাংসের কারবারীদের তীক্ষ্ন নজর
ফালা ফালা করে দেবে,
বন্দিখাঁচার ময়না হবে তুমি -
আওড়াতে হবে শেখানো বুলি ।
নাচতে হবে, গাইতে হবে
মেটাতে হবে হাজারো ফরমাস;
এক্দিন নয়, দু'দিন নয়
চলবে বারোমাস ।


দুঃস্বপ্নের রাত শেষে ভোর হবে ।
ক্লান্ত-শ্রান্ত শরীরটাকে
ধুয়ে-মুছে সাফ করে
আবার উঠে দাঁড়াতে হবে
নতুন খদ্দেরের  খিদে মেটাতে ।


মুক্ত-বিহঙ্গ হতে চেয়েছি
এঁটেছি অনেক ফন্দি;
হয়নি ওড়া বহিরাকাশে
আছি সেই খাঁচাতেই বন্দি ।


পাতা ফাঁদে পা দিয়ে
এ পথে এসো না কেউ ।