কৈশোর-তারুণ্য-যৌবন জুড়ে
স্বপ্নের পিছনে ছুটলাম বহুকাল;
মায়ামৃগ সে, ধরা দিল না
পেলাম না তার নাগাল ।


স্বপ্নের ফেরিওয়ালা !
স্বপ্নদেখা মন-মহল্লায় তুমি তো
স্বপ্ন ফেরি করে বেড়াও বহুকাল ।
এমন একটা স্বপ্ন দিতে পার -
যে স্বপ্ন কখনও দেখিনি আগে,
যা নিয়ে বাঁচতে পারি চিরকাল ।


ঝোলা থেকে দিলে একমুঠো স্বপ্ন
দু-হাত পেতে নিলাম, ভরল করতল ।
কিন্তু একি ! এ স্বপ্ন তো সে স্বপ্ন নয়
যার পিছনে ছুটে বেড়ালাম এতো কাল ।


স্বপ্নের ফেরিওয়ালা !
তুমি তো স্বপ্ন বেচেই খালাস,
এ স্বপ্ন কিনে আমি যে এখন
স্বপ্নভঙ্গ জারিত এক জীবন্ত লাশ ।