যে ভাষায়  প্রত্যয় হয়েছে,
তপ্ত  ঘামের  ক্রুশাকারে স্বপ্ন।
সেই ভাষায়  জ্বলন্ত   শরীর,
মেতেছিল  নিষিদ্ধ সংগ্রামে।
সামনে থেকে বিরোধী  নিধন,
বিস্ফোরণে  বাংলা ভাষার।
বুকের  মধ্যে  কালো রাত,
প্রেম - ইতিহাস  সব থাক !
একবার  বেলা শেষে তাম্রলিপিতে,
লিখা থাক  সাহসী অপ্রস্তুত  প্রাণ।


কালে - অকালে বিপরীত ভঙ্গিতে,
মুছে  গেছে  দুরন্ত  ভয়ের সীমান্ত।
জন্ম রক্তে মিশে ছিল আকাঙ্ক্ষা,
বরাকের ছন্দ স্পর্শ  করবে-
মায়ের  আঁচল।
মুষ্টিবদ্ধ যে-হাত ছিল  প্রতিবাদের,
অস্ত্র সেই  বিবস্ত্র  প্রতিবাদে;
'বুলেটের' তিলে কী চমৎকার -
লাল রক্তের গন্ধ।


যে ভাষায়  শিল্পের  ছবি,
সুশ্বন মলয়ে পথের  বাঁধন।
যে ভাষায় প্রাণ ফিরে,
নয়ন ভরে সাহিত্য -সংস্কৃতিতে,
নতুন দৃশ্যে।


ওরা চেয়েছিল  ভাষার রাজত্ব,
ওরা পেয়েছে শব্দ ঘিরে কৃষ্ণচূড়ার;
লাল রক্তের  জীবন্ত  উপমা!
স্টেশনের সামনে ছিল বীভৎস,
মিছিলে পতাকা ।
উৎকট এগারো 'জনের  স্পন্দনে,
তোলপাড়  মানচিত্রের  রেখায়-
তাজা  রক্তে ঝরেছিল সেই দিন,
বরাকের গৌরবে, উনিশের  জোৎস্নায়।