জীবনের  প্রতিটি  চাওয়াকে-
সময় যদি মূল্য  দিত তাহলে;
জীবন  জীবন হয়ে উঠতো না।


প্রতিদিন  লেখা হয় দিনাতিপাতের গল্প,
জীবন  শুনিয়ে যায় বেলা শেষে সেই গল্প।
সারাটা  জীবন  জুড়ে  অদ্ভুত  কথার বাহার,
বেড়েছে  হাসি কান্না যন্ত্রণার বেহিসেবি কর।


আড়ালে অন্তরালে প্রকাশ্য কোলাহল,
মানুষ জন্মের আশ্চর্য বাঁচে-
থাকার অভিধান জীবন !


প্রতিদিন জীবন নামের  বইয়ের;
পৃষ্টা উলটে খুঁজে  যাই জীবনের মানে!


তখন  জীবন মুচকি হেসে বলে,
সে'জীবনের  একটা অংশ -
গোটা জীবন  নয় জীবনটা গণ্ডি টানা,
তাই বাঁচা শিখতে হয় !