তলিয়ে গিয়ে  যখন  আঁকড়ে ধরে মন,
সেই তখন  বিশ্বাস  ডানা মেলে নীরবে।
হঠাৎ মনের  কারাগারে  অসীম  শূন্যতা -
ঘুমের  ভিতরে  যেন মুছে গেছে  কিছু  চাওয়া।


সোহাগী মেঘের  ডানা ঝরে পড়তে থাকে,
অনাদিকালে স্রোতে ভেসে আসে নিদের্শতন্ত্র।
যে কোনও মুহূর্তে  বেদনামন্ত্র গর্জে উঠবে;
সভ্যতার আজ যে বিপুল  আয়োজন।


সদ্য শেষ  হয়েছে  মাত্র দুর্বলতার চ্যাপ্টার কিছু,
আছড়ে পড়া বিষন্নতা শুধুই ধোঁয়া।


আশ্চর্য ! সাদা চামড়ায় বৈরাগ্যের  ডুগডুগি;
তখন  পিঠ জুড়ে  ভাঙে কৃষ্ণপক্ষের অন্ধকার।
পূবালী মেশানো  গলায় কেউ  জানিয়েছিল,
আজ থেকে বিশ্বাসের  নতুন  নামকরণ ।
 আশ্চর্য  চাঁদের রাতে অবান্তর  তারা-
তবুও  ছুটে যায় মায়ার বশে।


একটা নির্জন  প্রান্তর যেখানে আকাশ ,
শুধু  চায়  তমচ্ছায়া মেঘাকুর দিন।
ভালোবাসার  কবর খুঁড়ে দেখা গেল
সেখানে লজ্জা মেখে অবিশ্বাস  দাঁড়িয়ে  আছে।
যাপনে লুকানো  ইতিহাস  কুঁড়ে কুঁড়ে খায়,
 
সুন্দরের খোঁজে নব্য সাধনায় তবুও
  আমরা খুজেঁ যাই বিশ্বাসের প্রতিমা।