কিছু না বলা সম্পর্কে মেঘলা থাকলে ও;
ভালোবাসা  বৃষ্টি  হয়ে  অন্তরের তৃষ্ণা মিটিয়ে যায়।
পথটা ভুল হলেও,  এই পথে রোজ হেঁটে  যাই  স্বপ্ন টা
যে ওই পথে দেখতে শিখেছি তবে সুখতারার সুখটা পায়নি।


মেঘ আজন্মা পাহাড়কে অজান্তে নিজের সবটুকু,
উজাড়  করে নিজের ছন্দে স্বপ্ন বুনেছে বিনিময়ে;
ভালোবাসা অনন্তকাল  প্রত্যাশী  ছিল-
কুয়াশার চাদরে ডাকা কোনো তীরের  ।


ভালোবাসার কৃষ্ণচূড়ার ডালে রঙের ছন্দ পরিবর্তন হয়নি,
নির্জনতার গভীর বিস্ময় ও দূরত্ব  বাড়াতে পারেনি।
উন্মুক্তের অপূর্ণতায় ও আমি  তৃপ্ত ভালোবাসায়  নদী নিয়ে,
কবি,আজও ' তুমি ' করে বলতে পারিনি;ভালোবাসা যে- অন্য কিছু  নিঃশর্ত   সীমাহীন  মৌনতায়।


সময়ের  বার্ধক্যে দূরত্বের ক্লান্তি ঠিক  একদিন,
নক্ষত্রে উজ্জ্বল  হয়ে উঠবে কারণ ভালোবাসা শিখেছে শুধু  'কবির 'নামে।