শেষবারের মতো  যদি তোমার  সঙ্গে  এবার  মনের,
দেখা হয় অনন্ত  এবার  সত্যিটা বলেই দিও।
এক পশলা বৃষ্টির পর শেষ  সন্ধ্যায়  জোনাকির-
নগরে  খানিক প্রকাশ্যে অনন্ত পিছন ফিরে তাকিও।
জীবন তীরের  ওপারে  যদি থাকেন ঈশ্বর ,
আমিও  দু-হাত বাড়িয়ে  অবারিত  হতে চাই দ্রাঘিমা ভেঙে।


আমার  আর  অভিসারে যাওয়া  হলো না !
আমি  ও দেখলাম ঠাঁই  দাঁড়িয়ে,  
প্রতিলোমে  গোঁজামিলে  তোমার  কথার বাহার।
যদি ইবাদাত বলে কিছু থাকে  তাহলে ফকির-
'দিল ' বার বার তোমার  ইবাদতে  নিলাম হত;  
তোমার মৌনতার মুখোমুখি দাঁড়িয়ে ।


সেলাম তোমায় ও তোমার পীযূষ সম কথার,
ফাঁকে নীরব বিষের শব্দকে ।
জানি এ- পথ  আমার  একার,
অপূর্ণতার  বৃত্তে  অভিশপ্ত  মনের দেবতা।


শুধু  ফ্ল্যাশব্যাকের  এর বেলকনিতে রৌশন
স্মৃতি গুলো।
এ তো  প্রহরের যোগ অঙ্ক  নয় কবি;
এ যে এক একটা বছরের পর বছরের সফর।
সবটাই আমার  সময়ের  গপ্পোই বটে!


এবার রাজপথে মুক্ত  হতে চাই,
কালের  অন্ধকারে জলসানোর -
বিশখ জীবনের উপসংহারের নতুন ,
সাগ্নিক  হোক  স্বাধীন  আত্মার।
কতই না আঘাতে বোবা সৌরিন ফসিল,
আর তার প্রণাম নিশাত মনের কফিন বন্দী।
এইভাবেই প্রত্যাশার গায়ে জীবনের বাঞ্ছিত,
শূন্যতায়  খাম বন্ধ  ফেরারী মন ।