সময়ের হাতে মুঠিবদ্ধ  সমস্ত  উত্তর,
পরেনি আকাশ ভেঙ্গে  মেঘ-ভালোবাসা।
মনের কোনে  ভেঙে যায়  জোড়া,
রক্তে পিত্তের দীর্ঘ  নিঃশ্বাস।


একই জাগায় আমায় দাঁড় করিয়ে,
জীবনের এপার-ওপার  একই -
প্রশ্ন করে  শেষ  প্রান্তের মূল কই?
ঘুরে ফিরে  শেষের কাছেই আমি বাঁধা,
জন্মের স্মারক  স্বপ্ন দীর্ঘকার,
শুধু শূণ্যতায়  চোখের  পালক।


এমন সুদূর  পথের পথিক  আমি,
পুরোনো  স্পর্শে নিথর  শিকড়;
বিহ্বল সন্ন্যাসী মতো মায়াহীন-
একাকী শুধু  আমি  একা।
আবার  একবার  র্নিবাক জোছনার,
সর্বাঙ্গে জ্বরতপ্ত  স্মৃতির বিখ্যাত  অনুভব।
আষাঢ়ের বৃষ্টি  ব্যস্ততা  চুকিয়ে যায়,
আমার  আমি  শুধু   দীর্ঘ চিবুকের সমুদ্র-
অবধি  উষ্ণ নীর দিগন্তের রঙ্গমঞ্চ-ই জীবন।