সময়  কী আর সময়ের যুক্তি  বুঝে?
বিরামবিহীন মানস মনে  ক্ষণিকের বিচার,
কর্কশ স্বরে আত্মশাসনে  বিদ্যার  বড়াই,
সে কী মানায়, যার রাস্তার মোরে  কন্টক -
আঁচল ধারায়   হা !ধিক্কার সভ্যতা  যেখানে-
প্রশ্ন ছুড়ে শিক্ষার নামে  অশিক্ষার প্রাসাদে,
যেখানে উত্তরাধিকারসূত্রে  কেড়ে  নেয়  স্বস্তি,
যেখানে  স্পন্দনহীন  কৃত্রিম হৃদপিণ্ডে বলে ভালোবাসা,
যেখানে  কতবার  ভেঙেছে  আকাশ ভাঙা  কান্না,
তোমাকে  সেলাম মোচড়ে  পড়া  প্রতিবাদহীন বিনয়ে!


আরেক  জন্মে সভ্যতা  না হয়   অগ্নি অক্ষরে;
লিখে যেও  তোমার  নৈঃশব্দের  আখ্যান ।
এ জন্মে তো  নিলাম  তোমার  সমস্ত  বিভীষিকার -
ঘরভর্তি স্বপ্ন গুলো ।
পরিব্রাজক সন্ন্যাসীর মতো ব্যঞ্জনা  জীবন ,
মিশেছে  চিরতরে  অভিসারে -
ভেসেছে তৃষ্ণার্ত  আরক্ত সময়;
সাক্ষী থাকা  বিশ্লেষণী সভ্যতায়।