সম্ভাবনার পথে হাঁটতে হাঁটতে যখন  ক্লান্ত,  
তখন মন ইচ্ছের কানে কানে বলে যায়;
একদিন  বৃষ্টি এসে ধুয়ে নেবে সব।


বিনিদ্র রজনী ঘিরে থাকে চোখ গুলো,
আর নদী ভাসিয়ে  নিয়ে  যায় সব বিষ।


মনের দুটি রাস্তার মোড়ে মনের  পথিক বিভ্রান্ত,
আচ্ছা! এইভাবেও কী সারা জীবন  কাঁটানো যায়?
মেঘে জন্মানো পাখি ও বৃষ্টির ছন্দে খেলা করে,
শুধু মনের নীরবে শব্দেরা মাঝ পথে থেকে যায় চিরকাল।