ইচ্ছের আড়ালে কিছু  ইচ্ছে জেগে উঠেছিল,
দিঘির  আয়না জল ছুঁয়ে ছিল  হিজলের ডাল।
দু'জনেরই গন্তব্য এক, শুধু  সময়ের অন্তর -
কতখানি ছায়া ফেলে এইসব বিরতিসমূহ।


হিরণ্ময় মুক্তোর খুঁজে অকারণে অন্ধ হয়ে যাওয়া,
মন্ত্রপূত মনে স্বপ্ন দগ্ধ  হয় শত জন্মের ক্ষত!
নিশিরাতে মৃদু হাওয়াকে ভালোবেসে যায় যন্ত্রণা।


নিঝুম  আকাশে শব্দেরা  ভেঙ্গে জড়ো হয়ে যায়,
বিরাট  সমুদ্রের ওপরে উড়তে থাকা মন পাখি-
অন্ধকারে মগ্ন হয়ে যায়..  খুঁজে  পায় না আলোকে!


কেন বারবার  জীবনকে বিভ্রান্ত  করে বিষাদস্পন্দন-
  মহুয়া-মদিরায় মেতে উঠে অনন্ত রাত।


নদীর  ঠোঁটে ঝুলে আছে অনিঃশেষ কিছু কথা,
  আবেগ  জানে ভোর রাতে একবার;
পাশ ফিরে  জড়িয়ে  ধরতে হয়  যন্ত্রণাকে।


   বিষুব রেখার নীচে  একা জেগে থাকে,
  আততায়ী  বিকেল; তবে সময় এগিয়ে  যায়।
অপেক্ষার  কিনারে ওত পেতে থাকে শতাব্দীপ্রাচীন!