আমি  স্বপ্ন  দিয়েই স্বপ্ন  দেখি,
গড়ে তুলি  স্বপ্নপুরী।
আমায় প্রশ্ন করো পথের মাঝে,
রক্ত  ঝরে সারা  মন জুড়ে।
সমস্ত  আজনা পথের,
ঠিকানা সত্যিই  কি খুঁজে নেওয়া  সম্ভব ?
নীলচে ঘাসের  অঘ্রাণ পৃথিবীর বনের;
পথ ধরে চলে যায় প্রেম বা অপ্রেমে ।


আমি  শূণ্য  বুঝি না  কেন আমায় প্রশ্ন করো -
স্তব্ধ  নৌকার বুড়ো মাঝির খবর?
স্মৃতিরা জাতিস্মরের ক্ষমতায় বয়ে চলে,
তবুও  তো রক্তক্ষরণ  করে মন দেবতার !
তিমির অন্ধরাতে বদ্ধঘরের হাহাকার,
ওই সুদূরে শুনতে পাও?


আমি জীবনানন্দের  বনলতার  কালো চুলের,
বিদিশার নিশায়  সযত্নে শত টুকরো  হৃদয়ের -
অন্তিম সূত্রের শেষ মুগ্ধতা  বজায় রাখি;
অন্বেষণ  করে যাই  আত্মাতে প্রেম বিন্দু।
সে কি অপরূপ চঞ্চলতা বর্ষা মেঘের জলে!


সাগর  কেন নীল রঙের  ভালোবাসা  কখনো  -
প্রশ্ন করেছ তাকে?কিংবা  মাটির গেরুয়া রঙের,
গন্ধ বুড়ো  শিকড়ের কেন এত প্রিয় যে
মূহুর্তে টেনে নিয়ে যায়  মানবদেহের অস্তিত্ব?
পথিক  রাজা ভুলিয়ে  যায় গোধূলির শেষ  আলো,
আর দিনের শেষে  ওই প্রাণপাখি নীড়ের সন্ধানে;
ফিরে যায়  পলকহীন অজানা শান্তির নীড়ে !