সবশেষে  আজ  সমাপ্তি সমস্ত  অমিল  ভগ্নাংশের
হৃদপিন্ডের  ছেদন  কাতরে  কাতরে  
ভালোবাসার রক্ত গঙ্গা।
ভেসে যায়  বেহায়া অযাচিত  বন্ধন ।
হিসাবের  খাতা  গোটাটাই শূন্য
চোখের সামনে পাঁচ বছরের দাবানল।
রিক্ত করে  দেওয়া  যথার্থ 'আমি'
তাই সব  মিলিয়ে  এই পথে  অগস্ত্যযাত্রা 'তার'।