পথ চলতে চলতে অনেক  কিছু   দেখছি;
আলোর  আলপনা ছুঁয়ে  বাতাস  শিস দিয়ে যায়,
তখন  আলিঙ্গন  করে শান্ত  মৃত্তিকালগ্ন সুগন্ধ।
প্রতিদিন  এক-একটি স্বপ্নের ছায়ামূর্তি আঁকি,


রাস্তা নিয়ে  আরও  রাস্তা কত - না পথের বন্ধু  মেলে।
   পৃথিবীর বাতাসে  এত শব্দের সমারহো;
      আমি  তখন  শব্দেরই আশ্রয়  নেই।


         ভিতরের ভাঙন উপেক্ষা  করে,
       বেছে নেই নতুন  করে বাঁচার পথ।
    আবেগে একরকমের তারাভরা আকাশ,
গানের বুকে  সুর লেগে যায় ধানের  বুকে শিষ।
   মুক্তো-রঙা মৃত নক্ষত্রের  দেশে পড়ে  থাকি;


পৃথিবীতে  চরমতম  বিন্দু  নিয়ে এই তো জীবন !
মনের  কথা হঠাৎ  চমকে ওঠে নিবিড়  মগ্নতায়,
   তখন  আবার   অকারণে  অন্ধ  হয়ে   যায়;
        নাম না জানা মনের বাউল  পাখি।
প্রতিটা শুরু ও আসলে একটি ভেঙে  যাওয়া,


প্রচারিত  সমস্ত  অনুভব জুড়ে  পরিযায়ী ক্ষত।
এই গোটা পর্বকে আত্মবিশ্লেষণ করেনি জীবন!
তবে জীবন  কি অপেক্ষায় -থাকে  কারোর  কথার;
  তবু ও কিছু  নতুন  সংলাপ  শোনা হল জীবনের !