বাঁচার জন্য বাঁচতে হয় মন খুলে..
আবেগকে ক্ষুধার্ত করে আগুনের  তছরূপ।
আকাশের  বুকে  লিখেছে কেউ  কালো অক্ষর,
চারিদিকে  শুধু  ঈর্ষা আর লোভের  দুন্দুভি-নিনাদ।


মুগ্ধ  চরাচরে পাতা থেকে বালির বিষাদ,
তটভূমতে থমকে থাকে ক্লান্ত  নদীর স্রোত।
তখন শুকনো মুখের  কাছাকাছি  কবিতার;
শরীর  বুনলে- সেই শরীর  যন্ত্রণার মরুভূমি  আকেঁ।


ছায়ায় দেখি একজীবন কালেই  কত জন্মঋতুর গান;
সেই গানে মরেছে হাজার  নিকষ প্রেম----
অনুভূতি  রঙে রঙিন  থাকে না জীবন।
মনে মনে আপোস বলে যা মনে হয় তা জীবন  নয়;
জীবন  তো চরিত্র  বদলায়;বদলায় ঠিকানা।
এমনি করে চলতে হয় তবে  তা  হয়তো সহজ নয় !