এখানে রোদ্দুর, আমি তুমি ভালো আছি
মজুরির ঘাম ঝরা শ্রমে দিন হচ্ছে পার ;
এখানে ছায়া, আমি তুমি ভালো আছি
কৃষকের ধান শুকানো যাচ্ছে ভেস্তে ;
এখানে বৃষ্টি, আমি তুমি ভালো আছি
পাখির সংসারী ঘরটা, ডিম সহ বরবাদ ;
এখানে ঝড়, আমি তুমি ভালো আছি
খড় কুড়োর ঐ দারিদ্র্য মাখা ঘরটা, তছনছ হয়ে গেছে সাবলীল ;
এখানে বাতাস, আমি তুমি ভাল আছি
ঠিকানা বাধা পলিথিন, শরনার্থীরা থর থর কাঁদছে ;
এখানে বন্যা, আমি তুমি ভালো আছি
নিম্ন অঞ্চল সব, বলে কয়ে ভাসিয়ে যাচ্ছে ;
এখানে শীত, আমি তুমি ভালো আছি
কম বস্ত্রের নিম্নজীবি ঐ লোক সকল, শরীর হয়ে যাচ্ছে অবশ ;
এখানে মায়া, আমি তুমি গড়া সংসার
সবটুকো ভরপুর, স্নিগ্ধতায় মিলে রাতভোর;