ছোট্ট জনপদ - চারিদিকে ছড়ানো
চোখে ক্ষুধা, বুকে আশা, প্রাপ্তি হতাশা।
করুণ প্লেকার্ড : লেখা, "বাঁচতে চাই"
আসলে কি বাঁচা যায়?
খরা উত্তাপ, অসীম দুর্যোগ, সীমাহীন দুর্নীতি - জনপদের অমিল
আসামীর বেশে চলিত যাবতীয় আইন, বিজ্ঞ বিচারক, তামাশার মঞ্চে
আলোর প্রদীপের আশায় অসহায় চোখ গুলোর দিকে তাকালে
হতবাক হই ; কে বাঁচাবে, কে আসবে
কে হবে স্যাবিওর!
আর্তনাদে ভরা সন্ধার পরের রাত গুলো, অজস্র ঘরে দুমুঠো ভাত নেই;
পারিবারিক যাতনা বড্ড বিশাল - পালের গোদারা বোঝেনা
পঁচা জলে সাদা মাছ, কি করুণ নিঃশ্বাস ফেলে!
জনপদ অসহায়, কথা বলতে জানে - জোরে বলতে পারেনা, ভয় পায়!
আমি এক ভীনদেশী ফেরিওয়ালা - আর্তনাদের কথা কাব্যিক ভাষা দিতে জানিনা;
তবু অপরাধ ঠেকে বিবেকে - কি হচ্ছে, কি এর শেষ?
ছোট্ট জনপদ, আমার চারিপাশ, ভালো নেই বলতে শিখে গেছে
অপেক্ষায় আছে : কে বাঁচাতে আসবে - তার দূরত্ব আর কত শত মাইল!