যুদ্ধ চাই।
এটা সমাধান। এটা আবেদন।
এটাই সুষ্ঠু বিচার। ইতিহাস। বীরত্ব।
আর কোনো আক্ষেপ নেই, গোলা বারুদের তৃষ্ণা দীর্ঘদিনের;
এ যুদ্ধে সামিল হবো, মন ভরে যুদ্ধ করবো;
জিতি আর হারি ভয় নেই ;


পরিপূর্ণ এখন অবেলা - ক্ষুধা তৃষ্ণায় মূখর জনপদ।
বেঁচে থাকার লজ্জার সংগ্রাম, মূল্যহীন কষ্ট
অবিচারে ছেয়ে গেছে সব।


পরের ধাপ, সীমানা অতিক্রম বাক্যের সীমাবদ্ধতা ছেড়ে ;
ভালো নেই - কেউ বলতে পারবেনা (?)
আমি রক্তিম চোখে নেশার্ত করুণ আর্তনাদে, সারাবেলা চিল্লাবো - শুধু
যুদ্ধ চাই। যুদ্ধ চাই।। যুদ্ধ চাই।।।