অন্যের কাছে মিথ্যে ঝগড়া সৃষ্টি নয় ভালো কাজ ;
অভ্যাসের দায় মিটায় মানুষ একদিন, খুব তীব্রতায় ;
অন্যের কাছে কারো নামে মন্দ বলা ঘৃণিত কাজ ;
মানুষতো ভালো-মন্দ নিয়েই বেঁচে থাকে ;
তাই পরিত্রাণ হও, নিজেকে পারো যতটুকু ;
না হয় একদিন তোমার দোষ, তোমায়  শিক্ষা দিবে সবটুকু;


এখানে মানুষ টিকে থাকে প্রতিকূলতায় ;
মন্দ ভালোয় মিলে মিশে আছে সবাই ;
কেউ কিছু বলে কারো কাছে - নিজের ভিতর হালকা করে ;
সেই তুমি তা অন্যের কাছে বলে দিলে - সে হয়ে যায় খারাপ ;
কি হয়, মানুষকে মানুষের কাছে খারাপ বললে ;
কি হয়, কাউকে কারোসাথে খারাপ করলে ;
তুমি আমিতো আলাদা নই রক্ত মাংসে বর্ণে - তবে পেটপঁচার মতো কথা বলে বেড়ালে
তোমাকেতো সবাই জানবে, তুমি এমন!
আসি একটু, ভালো কিছু বলি সব মানুষকে নিয়ে ;
আমরা খুব কম ভালো করি, তাই হোক অনুপ্রেরণা।।