অপ্রিয় হলেও সত্য, চাপা থাকেনা কখনো -
সত্যের একটা ধর্ম আছে, সেই ধর্মে সব পরাভূত ;
যা দেখি তাই সত্য - কখনো কখনো যা না দেখি তাও সত্য ;
সত্য মায়ের দেওয়া আদর্শ জীবনে মেনে
সত্য মানুষের কাছে - সত্য দেওয়া প্রতিদানে ;
মানুষ সত্যকে ভালোবেসে - কখনো সংসারে হয়ে যায় পর ;
সত্যের আদর্শবাদীতা তার জন্য রাখে - উত্তম প্রতিদান ;
সত্যকে ভালোবেসে কেউ যুগান্তকারী হয়ে যায় - দিয়ে আত্মদান ;
সত্যই উত্তম, সত্যই চিরদিন থাকে।।