তোমরা দেখো মানুষের জন্ম, লিঙ্গ বেধে নারী পুরুষ ব্যবধান
আমি দেখি বিষ্ময়কর এক সৃষ্টি, স্রষ্টার এক অপরূপ অবদান ;
কিভাবে নাপাক বস্তু হয়ে যায় মাংসপিণ্ড
কিভাবে অপবিত্রতা বেধ করে হয় সৃষ্টির সেরা
তোমরা দেখো জীবনের সংসার, আমি দেখি স্রষ্টার লিখিত বিধান ;


কেউ মরে যায় জন্মের আগে, কেউ বেঁচে থাকে মরনের পরে
বাঁচার মতো বাঁচতে পারলে, অহংকার সব ধুয়েমুছে ফেললে
কি অপরূপ এই মানব সমাজ - স্রষ্টার নিয়ন্ত্রণে ইবাদতে মশগুল ;
তবু ভুল, কিভাবে বিষ্ময়কর সৃষ্টির মানুষ আত্মগর্ভে অহংকারে বিমুখ
যে মানুষ নিকটবর্তী সদা মৃত্যু, সে মানুষ দেখায় কিভাবে দুনিয়ায় লোভ  ;
ভেবে অদ্ভুত তোমাদের এই স্বভাব, আমি বলি এ এক আত্মনাশের মূল ;


তোমরা দেখো মানুষের মৃত্যু, ধর্মে বেধে পৃথক কোনো শোক বহমান ;
আমি দেখি এইতো নামিক কান্নার আয়োজন  - তারপর ভুলে যাওয়া যে হয়ে গেছে ঘটমান ;
কি নিয়ে ছিলে করে গেছো পার জীবন, কি নিয়ে থাকবে যা ছিলো দরকার?
তোমরা দেখো দুনিয়ার সুখ সদা ব্যস্ত কতো কাজ আর অর্থের হিসাব ;
আমি দেখি যদি এখনি মরে যাই, তবে কি দেখাবো এই যা করেছি বেহিসাব?