ক্লান্ত আখিঁর স্বাভাবিক বিশ্রামে
চোখের কোনে ঠাঁই নেয় কিছু-
অপ্রত্যাশিত বাস্তবতা।


ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ স্বপ্ন দেখে শুনেছি বহুবার,
প্রকৃতির এ রকম অনিয়ম প্রত্যক্ষ করি-নি আর,
শুধু এবার।


আমার লেখা, যত গল্প কবিতা গান;
খুঁজে দেখো পাবে তুমি,যেথা মিশে আছে শুধুই নারীর টাণ


নারী তুমি সকালের শিশির,
তুমি একটু স্পর্শে লজ্জায় লাল লজ্জাবতী
তুমি সকালের শিশিরের বুকে একটুখানি আলো,
যে আলোর টানে তোমায় এতটা বাসি ভালো।


একটি শিশু যখন জণ্ম নেয়-যেমনি সাথে সাথে বলা যায় না,
এ ধরিত্রির বিস্তর প্রান্তরে নব-অতিথি কতটা পাড়ি দেবে,বন্ধুর পথ?


তেমনি চোখের কোনে যখন সপ্ন জন্ম নেয়,সাথে সাথেই বলা যায় না,
এ স্বপ্নের পূর্ণতা কবে, কি-বা অপ-মৃত্যুই বা কবে??