নিজেকে আজকাল বড় বেশি অপরাধী মনেহচ্ছে,
নিজেরই অজান্তে নিজেরই অগোচরে,
দু'নয়ন থেকে অঝরে জ্বল ঝরছে।।
একটু সুখ পাবো বলে
হয়ছিলাম আমি সুখেরই পূজারী,
তার বিনিময় হলাম আমি
আজ এতো বড় অপরাধী।।
বুঝতে পারিনি আমি,
চেষ্টাও করিনি
শুধু আবেগ দিয়ে চলেছি
সেই কারনেই আজ আমি ফছরাচ্ছি।।
মাঝে মাঝে নিজেকে ভূলে যায়
তোমার নেশায় বিভুর থাকি
আর নিজের ভূল গুলোকে খুজি।
সাত সমুদ্র তেরো নদী শুধু ভুলকে দেখি।
আজ আমি আমার ভুলকে বুঝতে পেরেছি
নিজেকে শুদ্রানোর চেষ্টা করছি।
জীবন কখনো আবেগ দিয়ে চলে না
সেই কথা মন সময় থাকতে বুঝেনা।
এখন আমি ভাবী, হইতো আমি মানুষ নই।
মানু রুপে এক অপরাধী।।