এই দুনিয়ায় সবাই হাসে বাচ্চা থেকে বুড়ো,
কেউ হাসে ফিকফিকিয়ে কেউ হাসে হো হো ,
কারোর গোমড়া মুখের আড়ালে হাসি ফুটে ওঠে চোখে,
কেউ বা আবার সময়ের পরে ওঠে হেসে হা হা করে,
দুনিয়ার সব হাসির সাথে আছে কিছু যন্ত্রণা,
সব মিলিয়ে শিখতে হয় সবার বেঁচে থাকার মন্ত্রণা।


ফেলে আসা জীবনের দুঃখের সাথে কর যদি তুমি আপোষ,
জীবনের আসন্ন আনন্দ হারিয়ে কর না তখন আপসোস,
জীবনের পথ অনেক বাকি তাই সুখের হিসেব আছে বাকি,
সেই হিসেব ধরেই নাহয় দুঃখকে আমরা দি ফাকি।