ভার্চুয়াল এই দুনিয়াটা বড়ই যে আজব,
সকাল-সন্ধে-রাত্রি ধরে চলছে গল্প-গুজব,
একটা ক্লিকের মাধ্যমে মানুষ মানুষের বন্ধু হয়,
আবার একটা ক্লিকের মাধ্যমে মানুষ অপরিচিত হয়,
হরেক রকম বুলি আর ভাষায় ভরপুর,
সুখ-দুঃখের নানা স্মাইলিতে মানুষের কেটে যায় দিনদুপুর।


প্রেমেও পড়ে মানুষ এই সম্মোহনের দুনিয়ায়,
একে অপরকে স্পর্শও করে চ্যাটের এই মোহমায়ায়,
এই সম্পর্ক ভুলিয়ে দেয় বাস্তবের নানা কথা,
গুরুজনদের হিতকথা তখন হয় যে কানের ব্যাথা,
চারপাশের দুনিয়া ছেড়ে কম্পিউটার- মোবাইল হয় দামি,
ভাবে বলুক লোকে পাগলামি এই সম্পর্ক ছাড়ব না আমি,
ভালবাসার "হ্যালো" দেখে একদিন মন যদি হয় ভীষণ খুশি,
পরের দিনই "গুডবাই" দেখে মন বলে এই জীবনটাই ভুষি,
অলীক এই প্রেমের মায়া স্থায়ী হয় ক্ষণকাল,
অচিরেই ভেঙে পরে এই প্রেমের মায়াজাল,
মানুষ ফিরে আসে তখন বাস্তব জীবনের জোয়ারে,
মনে হয় তখন শুনিনি কেন গুরুজনের কথা আহারে,
বাস্তবের এই দুনিয়া অনেক বেশী সত্য,
মানুষকে দেয় জীবনের তার আসল দায়িত্ব।